খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করা হয়েছে। এসময় তিন জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
কেসিসি সূত্রে জানা যায়, অবৈধ দখল অপসারণকালে নগরীর খালিশপুর চরেরহাট মেইন রোডে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখার অপরাধে কাজী মনিরুজ্জামানকে ২ হাজার টাকা, বিআইডিসি রোডে জ্বালানী কাঠ রাখার অপরাধে ইমন শিকদারকে ২ হাজার ৫০০ টাকা এবং সড়কের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে রফিকুল ইসলামকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে চরেরহাট, আলমনগর ও পিপলস গোলচত্বর এলাকার অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি ও খালিশপুর থানার পুলিশ সদস্যরা অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে