শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থ দন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করে বাজারে আসায় ওই ১৬ ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন