মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি

নিজস্ব প্রতিবেদক

‘বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসন উদযাপন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর তথা জনগণের দোরগোড়ায় সেবার দশ বছর পূর্তি। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাসহ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হ্ওালাদার বলেন-ডিজিটাল বাংলাদেশ আজ সপ্ন নয়, এক বাস্তবতা।

তিনি বলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলে জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন। সভায় খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন বলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন মাননীয় প্রধানমন্ত্রীর এক দূরদুর্শী ও যুগান্তকারী পদক্ষেপ।

সভায় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধমে ২০৪১ এ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। উল্লেখ্য যে, অনুষ্ঠানে সকলকে নিয়ে দশ পূর্তিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন