বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গে‌জেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দু’দিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থান পাওয়া জুলাই বিপ্লবের আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

এ সময় সোসাইটির সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেহরাজসহ সোসাইটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন