বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় পিকআপের ধাক্কায় আহত ভূমি অফিসের চেইনম্যানের মৃত্যু

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মো: আশরাফুজ্জামানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার তেরখাদা থেকে খুলনার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আজগড়া ইউনিয়নের পূজা খোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান বলেন, ঘটনার পর পিকআপ ভ্যানটি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আজগড়া পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। মৃত মো: আশরাফুজ্জামান উপজেলার আটলিয়া গ্রামের আল আমিন চৌহদ্দীর পুত্র।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন