বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অর্জন করেছি।এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অত্যাচারী, জুলুমবাজ,লুটেরা, অর্থ পাচারকারী, ফ্যাসিবাদের আর বাংলার মাটিতে জায়গা দেয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে রায়েরমহল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান রোকসানা পারভীনের সভাপতিত্বে ও অধ্যাপিকা শরীফা খাতুনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য শেখ সাদী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ন সম্পাদক সরকারি বি এল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাহী কমিটির সাবেক সদস্য ও দৈনিক কালের কন্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচএম
আলাউদ্দিন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শামসুদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক পাপিয়া সুলতানা, আব্দুল হান্নান, অসিতবরণ বিশ্বাস।
শেষে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদদের নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন জ্যেষ্ঠ প্রভাষক খান আতাউর রহমান, কলেজের ষ্টাফ প্রথম চন্দ্র বিশ্বাস ও কলেজ ছাত্রী স্বর্নালী প্রমুখ।
খুলনা গেজেট/এমএম