লার্ন ক্রিকেট একাডেমী আয়োজিত খুলনা একাডেমী কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান ক্রিকেট একাডেমী। বুধবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা ৪ উইকেটে খুলনা ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ফাইনালে আগে ব্যাট করে খুলনা ক্রিকেট একাডেমী ১৬.৩ ওভারে ৮০ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে আব্দুল¬াহ ২৬ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া ইমন ১৫, মুসা ১২ রান করেন। মোহামেডান একাডেমীর হয়ে দারুণ বোলিং করেন মনিরুল। মাত্র ২৬ রান খরচায় একাই ৫ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন নির্জন ও মুকুল।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান ক্রিকেট একাডেমী। ৪৯ বল খেলে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন সাদিক। এছাড়া রায়হান ১৩, সাফিন ১১, ইমরান ১০ রান করেন। প্রতিপক্ষের নয়ন ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফয়সাল, আবু শিষ, সোহেল ও মুসা।
২৬ রানে ৫ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন দলের মনিরুল জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। পুরো টুর্নামেমেন্ট ১৮৭ রান ও ১১ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার জেতেন স্কুল অব ক্রিকেট কোচিংয়ের লাবিব। টুর্নামেন্টে ১৭৮ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জেতেন খুলনা ক্রিকেট একাডেমীর তালিমুল। ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার জেতেন মোহামেডান ক্রিকেট একাডেমীর রায়হান। টুর্নামেন্টে একমাত্র হ্যাটট্রিকের পুরস্কার জেতেন আবাহনী ক্রিকেট একাডেমীর নাজিম। ম্যাচে ৫ উইকেট প্রাপ্তির পুরস্কার জেতেন খুলনা ক্রিকেট একাডেমীর আরিফ ও মোহামেডান একাডেমীর মাহিন।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। লার্ন ক্রিকেট একাডেমীর পরিচালক শাহ আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এড. গোলাম রহমান বাবু, আম্পায়ার এ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক মোঃ মোমতাজ আহম্মেদ তুহিন, তরিকুল ইসলাম সোহান, কোচ এজেডএম ওহিদুল ইসলাম সেলিম, খুলনা ক্রিকেট একাডেমীর পরিচালক আজিজুর রহমান জুয়েল প্রমুখ।
খুলনা গেজেট/এএমআর