বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দেড় মাসেও খোঁজ মেলেনি খুলনার ডেলিভারি ম্যান রাজু শেখের

নিজস্ব প্রতিবেদক 

খুলনার বেসরকারি কোম্পানীর ডিলারের ডেলিভারি ম্যান রাজু শেখ (৩৭) নিঁখোজ রয়েছেন গত ৩ অক্টোবর থেকে। দেড় মাসের বেশি সময় অতিবাহিত হলেও সন্ধান পাননি তার পরিবার। রাজু শেখ নিখোঁজের দুই দিন পর গত ৫ অক্টোবর সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার স্ত্রী নাসরিন আক্তার (জিডি নং-৩২৯, ট্রাকিং নং- ৮২এইচকেটিআর)।

জিডিতে নাসরিন আক্তার উল্লেখ করেন, গত ৩ অক্টোবর বিকাল ৪ টায় নগরীর ২৬ নং ওয়ার্ডের বসুপাড়া এতিমখানার মোড় এলাকা থেকে আমার স্বামী নিখোঁজ হয়েছেন।

নাসরিন আক্তার খুলনা গেজেটকে বলেন, আমার স্বামী মো. রাজু শেখ স্থানীয় এক ডিলার প্রিন্স ও তার ভাই সাঈদ’র প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সে গত ৩ অক্টোবর বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি জিডি করেছি। দেড় মাসের বেশি তিনি নিখোঁজ। দুই কন্যাকে নিয়ে খুব সমস্যায় আছি। এখনও তার সন্ধান পায়নি।

সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই রোকনুজ্জামান খুলনা গেজেটকে বলেন, রাজু শেখ নিখোঁজের ঘটনায় তার স্ত্রী একটি জিডি করেছে। এখনো খুঁজে পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন