Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

১৬ বছর পর তেরখাদায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

তেরখাদা প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তেরখাদা উপজেলা শাখা। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত ইসলামীর উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলন অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা ও মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স.ম. এনামুল কবির, জেলা জামায়াত নেতা মুন্সি মঈনুল ইসলাম, জেলা ছাত্র শিবির নেতা বেলাল হোসাইন রিয়াদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু নাহিদ হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাহফুজুর রহমান, মাষ্টার আক্তার ফারুখ, মাওলানা আব্দুর রকিব, মাওলানা শাহাজাহান আলী, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, আহসান হাবিব লোনা প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন