মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রথম ডিএসএ একাডেমী কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা ক্রিকেট একাডেমী

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিএসএ একাডেমী কাপ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ক্রিকেট একাডেমী। ফাইনালে বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমীকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে টসে জিতে বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে খুলনা ক্রিকেট একাডেমী ১১.৩ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ৯ উইকেটের বড় জয় পায় তারা। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছে খুলনা ক্রিকেট একাডেমীর আফজাল হোসেন।

এছাড়া ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে বয়রা তরুণ সংঘের ফারহান ইফাজ ইফতি। তার ব্যক্তিগত সংগ্রহ ১৩৮ রান ও ১০ উইকেট। টুর্নামেন্টের বেষ্ট বলার নির্বাচিত হয়েছে সাঈদ বিন আনোয়ার সাহিল। তার সংগ্রহ ১৪ উইকেট।

এদিকে খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, সহকারী কমিশনার মো. মুনতাসির হাসান খান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, জিয়াউস সাদাত, মেহেদী হাসান রোহান, সাবেক কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, সাবেক সদস্য মো. বেলাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আজিজুর রহমান জুয়েল, আম্পায়ার্স এসোসিয়েশনের আহবায়ক খন্দকার হাসিনুল ইসলাম নিক, সদস্য সচিব আশরাফুল ইসলাম টুটুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম সবুজ, মাজহারুল ইসলান শাহীন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন