খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

খুলনায় ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

দেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে হলে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন খুলনার এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। এছাড়া দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে নিজ অবস্থান থেকে কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত‘‘নাগরিক সেবার মান উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মূল পর্ব এং প্যানেল আলোচনা সঞ্চালনা করেন দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল রাইজিংবিডি খুলনার নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ নূরুজ্জামান। প্যানেল আলোচনায় খুলনা বিশববিদ্যালয়র গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন।

বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলোজি খুলনার প্রভাষক মো. মতিউর রহমান, খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফ নেওয়াজ ।

ইউএসএআইড ‘র স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় ওয়েব সাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনার সাধারণ সম্পাদক সৈয়দা রেহেনা ঈসা ও সদস্য অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনের সিনিয়র ম্যানেজার রুবায়েত হাসান, প্রতিষ্ঠানিটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী ও কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!