বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বড় বাজারের প্রবীন ব্যবসায়ী বাসু পাটোয়ারির স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা চেম্বার অব কমার্সের বার বার নির্বাচিত সাবেক পরিচালক, বড় বাজারের প্রবীণ ব্যবসায়ী মরহুম আবুল বাশার পাটোয়ারির (বাসু পাটোয়ারি) স্ত্রী ফিরোজা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে রেজাউল হায়দার পাটোয়ারি মানিক খুলনা জেলা কাঁচা পাকা মাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক। মেঝ ছেলে মঞ্জুরুল কাদির এস এম রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক।

রোববার দুপুরেই তার মরদেহ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নওগা গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ এশা জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি মোস্তফা জেসান ভুট্টোসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

অনুরূপ বিবৃতি দিয়েছেন কাঁচা পাকা মাল আড়তদার সমিতির সভাপতি আবদুর রব মাস্টারসহ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ব্যবসায়ী নেতা আবুল বাশার পাটোয়ারি ২০২৩ সালের ৭ আগস্ট খুলনায় ইন্তেকাল করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন