Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফটো জার্নালিস্ট এসো‌সিয়েশনের সভাপতি এমএ হাসান, সম্পাদক উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসো‌সিয়েশন (বি‌পিজেএ) খুলনা ‌জেলা শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করা হয়েছে। রোববার (১০ ন‌ভেম্বর ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়।

কমিটিতে দৈনিক পূর্বাঞ্চ‌লের এম এ হাসানকে সভাপতি এবং দৈ‌নিক সময়ের খবরের র‌বিউল গাজী উজ্জ্বলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া বার্তা২৪ ডটকম’র মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

এছাড়া দৈ‌নিক প্রবাহের এম এম মিন্টু সহ-সভাপ‌তি, দৈ‌নিক খুলনাঞ্চলের ‌সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং দৈনিক সময়ের খবরের এইচ ডি হেলাল ও দৈ‌নিক জন্মভূ‌মির বাপ্পী খানকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশন খুলনা ‌জেলা শাখার মেয়াদকাল শেষ হওয়ায় সর্বশেষ কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশন খুলনা ‌জেলা শাখার জা‌হিদ-কামরুল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে খুলনা প্রেসক্লাবের নিকট দা‌য়িত্ব হস্তান্তর করা হয়। পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন ক‌মি‌টির আহবায়ক এনামুল হক, সদস্য স‌চিব রফিউল ইসলাম টুটুল ও সদস্য মিজানুর রহমান মিল্টনের সমন্বয়ে রোববার এসো‌সি‌য়েশ‌নের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করা হয়। বিশেষ এই সভা থেকে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসো‌সিয়েশন খুলনা ‌জেলা শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন