ডুমুরিয়া উপজেলার বারোয়ানি বাজার এলাকায় চিংড়িতে জেলি পুশ করার তথ্য গোপন রাখা এবং অবৈধভাবে জেলি পুশ করার উপকরণ রাখার কারণে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ, ১০ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৬।
জানা যায়, মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি পহন চাকমা এর নেতৃত্বে র্যাব-৬ -খুলনার একটি দল এবং খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস সোমবার দিবাগত রাতে ডুমুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করেন।
এসময় ডুমুরিয়া বারোয়ানি বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলি পুশ করার তথ্য গোপন রাখা এবং অবৈধভাবে জেলি পুশ করার উপকরণ নিজ হেফাজতে রাখায় অভিযান পরিচালনাকালে মৎস্য এবং মৎস্যজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ১০ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক মেসার্স নিহা এন্ড রুনা ফিস এর মালিক শেখ হুমায়ুন কবিরকে ৫ হাজার টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৭ ও ১৮৮ ধারা মোতাবেক মোঃ তৈয়েবুর রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
খুলনা গেজেট/নূর