খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ
খুলনায় নাগরিক কমিটির মতবিনিময়

‘আগামীতে রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থানকে ধারণ করতে হবে’

গেজেট ডেস্ক 

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে খুলনা ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর নেতৃবৃন্দ। বিকেল ৩টায় খুলনা মহানগরীর সাতরাস্তা বিএমএ মিলনায়তনে এই মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন, খুবির প্রফেসর সামিউল হক, নর্দান ইউনিভার্সিটির লেকচারার ইকবাল হোসেন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম।

জুলাই অভ্যুত্থানের স্প্রিট নিয়ে বক্তব্য দেন, তরুন আইনজীবী মানজুর আল মতিন পীতম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ, মেসবাহ কামাল মুন্না, অলিক মৃ। এ ছাড়াও বক্তব্য রাখেন শহিদ পরিবারের সদস্য, আহত, বিভাগের বিভিন্ন জেলার সংগঠক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, আন্দোলনকারী, শ্রমিকসহ অন্যান্যরা।

এসময়ে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।

যারা আহত কিংবা শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এসময় বক্তারা জুলাই স্প্রিটকে ধারণ ও আগামির বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক কমিটিতে যোগদানের আহবান জানান।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ বলেন, সারা দেশে যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছেন, তারা এমনি এমনি জীবন দেননি। তারা নতুন বাংলাদেশ চেয়ে জীবন দিয়েছেন। অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করছে, আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগীতা করা। এছাড়া যারা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনভাবেই যেন ফ্যাসীবাদ মাথাচাড়া না দিতে পারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।

কেন্দ্রীয় সদস্য মেসবাহ কামাল মুন্না বলেন, ‘যারা আহত কিংবা শহীদ হয়েছেন, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অলিক মৃধা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও বিলোপ হয়নি। ফ্যাসিবাদ একটি সরকার নয়। এটি একটা ব্যবস্থা, যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন আহম্মদ হামীম রাহাত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!