শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে তেলীগাতী ও বলইবুনিয়া। বুধবার বিকেল ৪ টার দিকে পৃথক পৃথক কর্মীসভায় ওই দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

দলীয় কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন দুটির কমিটি বিলুপ্ত করে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল উভয় ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নেন শহিদুল হক বাবুল।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, আসাদুজ্জামান মিলন, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন টুলু, শ্রমিকদল সভাপতি মো. মজনু মোল্লা এসময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন