খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট
বিক্ষোভ মিছিলসহ ৭ দফা ঘোষণা

বৈষম্য বিরোধী সচেতন খুলনাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী সচেতন খুলনাবাসীর পক্ষ থেকে মুজিববাদী চেতনা সমূলে উচ্ছেদ, ভারতের গোলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ জুম্মা খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী সচেতন খুলনাবাসী’র সদস্য কামরুল আহসান-এর সভাপতিত্বে ও কাজী ইফসুফ-এর পরিচালনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা বলেন প্রশংসা কেবল আল্লাহর যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি দিয়েছেন। বিগত ষোল বছর একচেটিয়া গুম খুন আর লুটতরাজের সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ। যাকে খুশি গুম, যাকে খুশি খুন আর যাকে খুশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর হয়রানী করা হয়েছে। যাকেই ভারতের আধিপত্যের জন্য হুমকি মনে করা হয়েছে তার ওপরেই নেমে এসেছে নিপীড়ন। বাদ যায়নি কোন পেশার মানুষ। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাকে পর্যন্ত তাদের সততা ও দেশপ্রেমের কারণে গুম, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। আয়নাঘর, বিচার বহির্ভুত হত্যা, প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ছিল খুবই সাধারণ ঘটনা। এই সব অপকর্মকে একটা ন্যারেটিভের ওপর দাঁড় করিয়ে বৈধতা দেয়া হয়েছিল, যার নাম ‘মুজিববাদ’। এই মতবাদে বাংলাদেশকে অনেকটা শেখ মুজিবের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখানো হতো, যেখানে একচেটিয়া কর্তৃত্ব থাকবে মুজিব পরিবারের আর তাদের চাটুকারদের। দেশের আম জনতা তাদের হাতে জিম্মি হয়ে থাকবে। এখনই সময় এই আগ্রাসী মতবাদের ব্যাপারে সজাগ হওয়ার এবং এই মতবাদের কবর রচনা করার।

মুজিববাদী চেতনা সমূলে উচ্ছেদ, ভারতের গোলাম আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ ৭ দফা ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফারুক ফয়সাল, নাওয়াজিস ইসলাম, আরিফুজ্জামন নয়ন, আবদুল্লাহ আল মামুন, ওমর আদনান, রাকিবুল ইসলাম, রাকিব সৌরভ, সাজ্জাদ হোসেন রাফি, মোঃ তুষার, আল আমিন, হারুন অর রশিদ, ডা. আরিফ প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!