তেরখাদায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কোদলা গোলাগাতী এলাকার ইছামতি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের টিনের চাল, বেড়া ও দোকানে থাকা ফ্রিজ, টিভি, মুদি মালামালসহ নগদ ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। দোকান মালিকের সন্দেহ পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে দুর্বৃত্তরা তার দোকানে আগুন দিয়ে তাকে নিশ্ব করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানদার মিসকাত শেখ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কোদলা এলাকার মৃত ময়েনউদ্দিন শেখের ছেলে মিসকাত শেখ মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। অন্যদিনের মতো রাতে সে তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। রাত ৩ টার দিকে প্রতিবেশি লোকজন দেখতে পান যে, দোকানে আগুন লেগেছে এবং প্রচন্ড ধোয়া বের হচ্ছে। প্রতিবেশিরা খবর দিলে দোকানি মিসকাতসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান দোকান-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরে লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে করলেও রক্ষা করা যায়নি কোন মালামাল।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার মিসকাত শেখ খুলনা গেজেটকে বলেন, দোকান ঘরে আগুনের সুত্রপাত আমাকে ভাবিয়ে তুলেছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার দোকান ঘরে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে আমাকে নিঃস্ব করেছে।
তিনি বলেন, আমি প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। গভীর রাতে প্রতিবেশি লোকজনেরা খবর দেয় আমার দোকানে আগুন লেগেছে। সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং তেরখাদা ফায়ার সার্ভিস অফিসে খবর দিই। কিন্তু ফায়ার সার্ভিসের কোন লোক আসেনি। দোকানের প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আমি নিঃস্ব হয়ে গেছি। ব্যবসা চালু করার মত আমাদের আর কোন পুঁজি নেই।
এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এমদাদুল হক খুলনা গেজেটকে বলেন, অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এমএম