খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ এ ঘটনায় নাজিমুদ্দিন নামে একজনকে আটক করেছে।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন।

মীর আতাহার আলী খুলনা গেজেটকে বলেন, দুপুর ১ টার দিকে ৪ জন ব্যক্তি একটি মাইক্রোযোগে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে প্রবেশ করে। এ সময়ে তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোর পিছু নেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও পুলিশ ডাকাতিতে অংশ নেওয়া একব্যক্তি ও মাইক্রো ফুলতলা থেকে জব্দ করে। পুলিশ আটক হওয়া ব্যক্তি ও মাইক্রো নিয়ে থানার পথে। ডাকাতির সময়ে তারা কালিবাড়ি বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে তিনি আরও জানান।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত খুলনা গেজেটকে বলেন, দুপুর ১ টা ১০ মিনিটে ৪ জন ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চা পাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙ্গে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাক টাকা নিয়ে যায়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!