সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি অধিবাস সম্পাদক বিদ্যুৎ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতি কার্যালয়ে ৯টি পদের মধ্যে সহ-সভাপতি, সম্পাদক ও ৫ সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত সভাপতি হলেন অধিবাস চন্দ্র সানা ও কোষাধ্যক্ষ সুধীর কুমার মন্ডল। নির্বাচনে ৩০২ ভোটারের মধ্যে ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রনজিৎ কুমার মন্ডল, সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ ও নির্বাচিত ৫ জন সদস্য হলেন শ্যামল কান্তি বৈরাগী, প্রসাদ কুমার মিস্ত্রী, নৃপেন্দ্র নাথ মন্ডল, মোঃ আমিনুল ইসলাম ও মুকুল মন্ডল।

নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শেখ মারুফ-উজ-জামান, সদস্য ছিলেন সহকারী পরিদর্শক দীপন জোদ্দার ও সমিতির হিসাব রক্ষক দেবব্রত সরকার দেবু। ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন