সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় ‘কাজের বিনিময়ে অর্থ’ প্রকল্পের সভা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হতদরিদ্রদের মাঝে কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাম্মদ আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও চিত্তরঞ্জন মন্ডল, ইউএনডিপি খুলনা প্রতিনিধি মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী (ডিআরআরআর) ইমরান হোসেন, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ মন্ডল ও ফারুক হোসেন।

উল্লেখ্য ইউএনডিপি এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন