বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সাগর জুট মিলের কোয়ার্টার থেকে প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী সাগর জুট স্পিনিং মিলের আবাসিক স্টাফ কোয়ার্টার থেকে মিলের উপ-সহকারী প্রকৌশলী জয়তুন মজুমদার (২৪) ‘র মৃতদেহ উদ্ধার করেছে দিঘলিয়া থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশের ধারণা স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২২। তাং ১৬/১০/২০২৪ ইং

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন জানান, নিহত জয়তুন মজুমদার সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটিতে ছিলেন। পরের দিন মঙ্গলবার (১৫ অক্টোবর) তার মোবাইল ফোনে বারবার কল করেও কোন সাড়া পাচ্ছিলেন না কেউ। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় মিল কর্তৃপক্ষ তার রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে খাটের নিচে উঁপুড় হয়ে তার মৃতদেহ পড়ে আছে। এ সময় মিল কর্তৃপক্ষের সংবাদ পেয়ে আমাদের ফোর্স সেখানে গিয়ে মৃতদে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে৷  পরে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রেরণ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত ভাবে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত জয়তুন মজুমদারের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে। তার পিতার নাম উত্তম মজুমদার। পরিবারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি । খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে ৩/৪ মাস পূর্বে তিনি সাগর জুট স্পিনিং মিলে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন