সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মাস্ক না পরায় নগরীতে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। আজ সোমবার সকাল দশটা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় মাস্ক না পরার অপরাধে মোট ২৫টি মামলায় ১৭ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার, সেটু কুমার বড়ুয়া, মোঃ রাকিবুল হাসান এবং মোঃ তাহমিদুল ইসলাম। এটি পরিচালনায় সহযোগিতা করেন কেএমপি’র সদস্যরাসহ, র‍্যাব-৬ এবং আনসারের সদস্যরা।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন