শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূজা মন্ডপ প‌রিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের দূর্গা পূজা মন্ডপ প‌রিদর্শন করেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত। এসময় তার সাথে সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শণ শেষে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন ধর, হিন্দু, সহকারী অধ্যাপক মরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবুসহ অন্যান্যরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন