খুলনা, বাংলাদেশ | ১৯ পৌষ, ১৪৩১ | ৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সিলেট ও কুমিল্লায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

খুলনা মহানগরীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীর উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বর্ণপট্টি, আর্যধর্ম সভা, টুটপাড়া, সাচিবুনিয়া, শিববাড়ি, বিএল কলেজ, মহেশ্বরপাশা, তেলিগাতী, ফুলবাড়িগেট ও শিরোমনি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!