খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় নৈহাটি ইউনিয়নের জয়পুরে সা‌ব্বির না‌মে এক যুবক গুলিবিদ্ধ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই

তেরখাদায় নৌবাহিনীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নৌবাহিনীর লেফটেনেন্ট কমান্ডার হাসিবুল হাসান অনিক। শুক্রবার (১১ই অক্টোবর) উপজেলার ছাগলাদাহ বুড়ো মায়ের গাছতলা সার্বজনীন দূর্গা মন্দির সহ অন্যান্য দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে তিনি সনাতন ধর্মলম্বীদের লোকজনদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপজেলার পূজা উদযাপনের সামগ্রিক নিরাপত্তার বিষয়ে তারা সন্তোশ প্রকাশ করেন।

এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন, কমান্ডার মোঃ আসাদুজ্জামান, লেফটেনেন্ট মোঃ আসিফ আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, আনসার কমান্ডার স্বপন কুমার, মন্দির কমিটির সভাপতি সূর্য্য কান্ত ঢালী, সমীর কৃষ্ণ ঢালী, অসীম বিশ্বাস প্রমুখ।

নৌবাহিনীর লেফটেনেন্ট কমান্ডার হাসিবুল হাসান অনিক বলেন, বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!