বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় হরিণের মাংসসহ মাদক ব্যবসায়ী আটক

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মিজানুর রহমান ওরফে মিজান(৩৮) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে মিজানুর রহমানের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ী থে‌কে তিনশ’ গ্রাম গাঁজা, দুই কেজি পাঁচশ’ গ্রাম হরিণের মাংস, নগদ ৪৩ হাজার ৪৮৭ টাকা, তিনটি মোবাইল , চারটি সিম কার্ড ও পাঁচটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, আটক মিজানুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর আট‌টি মামলা রয়েছে।

খুলনা গেজহেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন