বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষ্যে সিটি কর্পোরেশন প্রশাসকের শুভেচ্ছা

গেজেট ডেস্ক 

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রশাসক বলেন, আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে।

শারদীয় দুর্গোৎসব সবার মাঝে প্রীতি ও ঐক্যের বন্ধন আরো প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন