Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবনে কাকড়াঁ ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার বনজীবী

মোংলা প্রতিনিধি

সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন সাইফুল ইসলাম নামে এক বনজীবী। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে বৈধ পাস নিয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের আওতাধীন মরা পশুর নদী সংলগ্ন বাইনতলা খালে কুমিরের আক্রমণের শিকার হন ওই বনজীবী। আহত বনজীবী সাইফুল মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান, কাকড়াঁ ধরে নৌকায় উঠার সময় সাইফুল কুমিরের আক্রমণের শিকার হলে তার সাথে থাকা অপর তিন জেলে সাইফুলকে কুমিরের মুখ থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সাইফুল ইসলাম এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরিবারের সদস্যরা তাকে খুলনা নিয়ে যায়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন