বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই, আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলায় সাকিব শেখ নামের এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে ফুলতলা হাউজিং এলাকার একটি নালা থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে।

এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

দিঘলিয়া থানার এস আই রাজেত আলী জানান, গত শনিবার সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়। সোমবার হাউজিং এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করে।

তিনি জানান, লাশের গলায় গামছা পেচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন