বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে এমইউ‌জের ফুলেল শুভেচ্ছা

গেজেট ডেস্ক

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র নেতৃবৃন্দ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সদস্য শেখ দিদারুল আলম, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, কেএম জিয়াউস সাদাত, কামরুল হোসেন মনি, সেলিম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবকে জাতির আশা আকাঙ্খার আশ্রয়স্থলে পরিণত করতে হবে। এ জন্য বর্তমান নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন