পাকিস্তান সুপার লিগে সুযোগ পেয়েও খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশী তারকা মাহামদুল্লাহ রিয়াদের। বড় ধরনের ধাক্কা খেলেন তিনি। শনিবার করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন তিনি। ফলে আপাতত আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। শুধু পিএসএল না, শঙ্কা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেট খেলা নিয়েও শঙ্কা তৈরী হলো।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের আগে ধাক্কা খেলেন। করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই। মাহমুদউল্লাহকে থাকতে হচ্ছে আইসোলেশনে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান।
বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটারদের করোনা টেস্ট করা হচ্ছে। তারই অংশ হিসেবে কোডিভ টেস্ট করেছেন মাহমুদুল্লাহ রিয়া দ। রিপোর্ট মাহমুদুল্লাহ’র পজেটিভ এসেছে। শনিবার রাতে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেরাই বিষয়টি জানিয়েছেন। এর আগে শনিবার বিকেলে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন।
খুলনা গেজেট/এএমআর