বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনে কেএমপি’র মামলা ও জরিমানা

গেজেট ডেস্ক 

খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ। উক্ত অভিযান ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২১ টি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) কেএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

খুলনা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন