খুলনায় পাইকগাছায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম সম্বলিত ফরম তৈরি করে সাধারণ মানুষদের থেকে টাকা উত্তোলনকালে ৩ প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতারা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় উত্তম বৈরাগি নামের এক ব্যক্তি আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার হরিণখোলা গ্রামের ইয়াসিন খার ছেলে মাসুম খাঁ, একই এলাকার আইদ সরদারের ছেলে মনির আলম এবং বটিয়াঘাটা উপজেলার বারহাড়িয়া গ্রামের বিভুতি ঢালীর ছেলে মিথুন ঢালী।
তার আগে, গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতারণার আশ্রয়ে সাধারণ মানুষদের ঠকিয়ে টাকা আদায়কালে তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা।
মামলার বিবারণে উল্লেখ করা হয়, গতকাল রবিবার বিকালে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম ব্যবহার করে ফরম তৈরি করে প্রতারণার আশ্রয়ে সাধারণ মানুষদের ঠকিয়ে অর্থ উত্তোলনকালে স্থানীয় জনতা তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়ইদুর রহমান জানান, প্রতারণার আশ্রয়ে অর্থ আদায়কালে ওই ৩জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হলে আইনি প্রক্রিয়ায় শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে