সীরাতুন্নবী (সা.) উপলক্ষে খুলনা সরকারি ব্রজলাল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
কলেজের একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) এর উপর বক্তব্য রাখেন ও তিন দিনব্যাপী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবীর।
খুলনা গেজেট/এএজে