খুলনার খালিশপুর এলাকা থেকে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া শিশু আব্দুল্লাহকে (৭) তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তাকে হস্তান্তর করা হয়।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টায় কেএমপি’র খালিশপুর থানার ডিউটি অফিসার এসআই (নিঃ) মারিয়া খাতুন ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান যে, খালিশপুর থানাধীন পদ্মা রোডের মাথায় বিআইডিসি মোড়ে একজন শিশু এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে। উক্ত সংবাদ থানা এলাকায় টহলরত মোবাইল-৫ এর অফিসার এসআই (নিঃ) মো. কামাল উদ্দিনকে অবহিত করলে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, স্থানীয় লোকজন একটি বাচ্চাকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু সে কিছু বলতে পারছে না। তখন এসআই (নিঃ) মো. কামাল উদ্দিন নারী পুলিশের সহায়তায় স্থানীয় লোকজনের নিকট থেকে শিশুটিকে হেফাজতে গ্রহণ করেন এবং খালিশপুর থানা জিডি, তাং- ২৩/০৯/২০২৪ খ্রি: মূলে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে উক্ত শিশুকে সুরক্ষিত রাখা হয়। অত:পর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম আব্দুল্লাহ, পিতা-মৃত: গিয়াস উদ্দিন সরদার, মাতা-পারুল, সাং- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানায়। কিন্তু সে তার পরিবারের কারো মোবাইল নম্বর বলতে পারেনা। পরবর্তীতে বিষয়টি প্রবেশন কর্মকর্তাকে জানানো হলে সমাজসেবা অধিদপ্তর থেকে সমাজকর্মী তন্নি এবং সোনিয়া এসে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে শিশু আব্দুল্লাহ জানায় যে, তার বাসা মাদারীপুর (গুচ্ছগ্রাম)।
পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার এসআই(নিঃ) ডলি সরকার ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জকে অবগতপূর্বক ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখেন। গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম সাপোর্ট সেন্টারে ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) মোছাঃ মাহমুদা খাতুন আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে তার গ্রাম-চর ঠেঙ্গামারা, কালিকিনি সরদার বাড়ি (থানার পিছনে), থানা-কালকিনি (গুচ্ছগ্রাম), জেলা- মাদারীপুর। তখন তিনি কালকিনি থানা ডিউটি অফিসার এসআই(নিঃ) মো. গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে গুচ্ছ গ্রামের সভাপতি মো. শাহজাহানকে বিষয়টি জানান। তিনি গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শিশুটির মায়ের যোগাযোগের ব্যবস্থা করেন। শিশুটির মা তৎক্ষণাৎ তার বোনকে সঙ্গে নিয়ে ঢাকা হতে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। শুক্রবার রাত সাড়ে ১০ টায় শিশু আব্দুল্লাহ’র মা ও বোন খুলনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে এসে হাজির হয়। শিশু আব্দুল্লাহ’র বোনের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই পূর্বক সমাজ সেবা অধিদপ্তরের ভিএসসি ইনচার্জ মোছা: মাহমুদা খাতুন, সিএমএম কোর্টের প্রবেশন অফিসার আবিদা আফরিন, শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত এবং নারী রত্না আক্তারদের উপস্থিতিতে জিডিমূলে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।
শিশু আব্দুল্লাহ উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খুলনা গেজেট/এএজে