শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনায় আক্রান্ত আরও ৬ সংসদ সদস্য

গেজেট ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ছয় সংসদ সদস্য। শনিবার তাদের কোভিড-১৯ পরীক্ষার পজিটিভ ফলাফল এসেছে।

করোনা আক্রান্ত এমপিরা হলেন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু আগে এমপিদের করোনা টেস্ট করা হয়। রোববার থেকে এ বিশেষ অধিবেশন শুরু হবে। অধিবেশনে অংশ নেবেন এমন কর্মকর্তা কর্মচারি, সাংবাদিকদেরও করোনা টেস্ট করা হয়েছে।

যাদের করোনা নেগেটিভ আসছে তারা অধিবেশনে যোগ দেবেন রোস্টার অনুযায়ী। সর্বোচ্চ ৮০ জন সংসদ সদস্য উপস্থিত হবেন রোস্টার অনুযায়ী। শুধুমাত্র ৯ নভেম্বর রাষ্ট্রপতির ভাষণের করোনা নেগেটিভ সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দেবেন।

এ বিষয়ে সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বলেন, গতকাল টেস্ট করিয়েছি, ম্যাসেজ এসেছে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই। যেন আগের মতো আবার সুস্থ হয়ে উঠি।

নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। আজ সংসদ থেকে মেসেজ পেয়ে হোম আইসোলেশনে আছি। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন