জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরলেও এখন দেশের শীর্ষ ক্রিকেটাররা খেলবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। বঙ্গব্নধু কাপ টি-টোয়েন্টি নামে ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে ক্রিকেটে ফিরছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। এ টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তী সময়ে আবার ফিরছে ঘরোয়া ক্রিকেট। টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর।
পাঁচ দলের টি-টোয়েন্টির জন্য চাওয়া হয়েছিল স্পন্সর। বিসিবির ডাকে সাড়া দিয়েছে পাঁচটি গ্রুপ। পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হচ্ছে, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দেশের পাঁচ বিভাগ থেকে পাঁচ দল সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ১২ নভেম্বর প্লেয়ার ড্রাফট হবে। ড্রাফট নিয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘১৬০ খেলোয়াড়ের নাম আমরা ড্রাফটে তুলেছি। খেলোয়াড়দের ফিটনেস টেস্ট আছে ৯ ও ১০ তারিখ। সেটা চূড়ান্ত হলে ড্রাফট লিস্টও ফাইনাল হবে।’
ড্রাফট থেকে পাঁচ দল ১৬ জন করে খেলোয়াড় নিতে পারবে। এ গ্রেড থেকে নেওয়া যাবে এক খেলোয়াড়। বি গ্রেড থেকে চারজন। সি ও ডি থেকে যথাক্রমে পাঁচ ও ছয় জন খেলোয়াড় নেওয়া যাবে। চারটি গ্রেডিংয়ে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএমআর