বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তেরখাদা উপজেলা বিএনপির দু’নেতাকে শোকজ

তেরখাদা প্রতিনিধি

কতিপয় সহযোগী মিলে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোড়লকে শোকজ করা হয়েছে।

সোমবার(২৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান যৌথ স্বাক্ষরে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়।

নোটিশে বলা হয়েছে, কতিপয় সহযোগী মিলে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এটি সুস্পষ্টভাবে দলীয়ভাবে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭ দিনের ভিতর লিখিত জবাব উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবরে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন