খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাক এর খুলনা অফিস প্রধান এনামুল হক এবং সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ মনোনীত সাত সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি এসএম নুরুল্লাহ।
যৌথ বিবৃতিতে তারা বলেন, অর্ন্তবরতীকালীন কমিটি গঠনের মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাব জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ক্লাবটির নেতৃত্বে পরিবর্তন এলো। তারা আশাবাদ প্রকাশ করে বলেন, সব আঁধার কাটিয়ে, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ক্লাবের শক্তিশালী এবং আদর্শবাদী কমিটি গঠন হবে এবং প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।
তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সব ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা আশা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করছেন। খবর বিজ্ঞপ্তির।