Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

গেজেট ডেস্ক

কুষ্টিয়া সদরে বিলের পানিতে ডুবে অনামিকা ও নাজনীন নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

রাত ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।

অনামিকা ও নাজনীন সম্পর্কে ফুফু ও ভাতিজি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে।

এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায় তারা দুজন। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন