বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
২০২২-২০২৩ অর্থবছর

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন কেএমপি’র ২ সদস্য

গেজেট ডেস্ক 

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনীত কেএমপি’র ২ জন সদস্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেএমপি হেডকোয়ার্টার্সের কার্যালয়ে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার জাতীয় শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন, এএসআই (নিঃ) মাসুদ রানা এবং কনস্টেবল মো. ওমর ফারুক।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রতিনিধি হয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন। যাতে আপনাদের দেখে পুলিশের অন্যান্য সদস্যরাও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উজ্জীবিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন এবং ডেপুটি পুলিশ কমিশনার (সদর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন