খুলনার কয়রা নদীতে জ্বালানি কাট ভর্তি একটি কার্গো ডুবে গেছে। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গিলাবাড়ি বাজারের পার্শ্ববর্তী কয়রা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফেরদাউস জানান,
গতকাল বুধবার বিকেল আনুমানিক চারটার দিকে বরিশাল থেকে গিলাবাড়ি লঞ্চঘাটে একটি কাঠ ভর্তি কার্গো এসে উপস্থিত হয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ভোরের শেষ ভাটিতে সকালের প্রথম জোয়ারে কার্গোটি ডুবে যায়। এসময় কার্গোভর্তি কাঠ নদীতে ভাসতে শুরু করলে। স্থানীয় ও গিলাবাড়ি খেয়াঘাটের মাঝিদের সহযোগিতায় ভেসে যাওয়া আনুমানিক ৪০০ মন কাঠ উদ্ধার করা হয়েছে । বাকী কাট উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া কার্গো এখনও পানির নিচে আছে। উদ্ধার কাজ চলমান আছে।
কার্গো থাকা কাঠের মালিক নাকশা গ্রামের মৃত মজিবর গাজীর ছেলে আজহারুল ইসলাম বলেন, বরিশাল থেকে এক হাজার মন জ্বালানি কাট নিয়ে কার্গোটি ভাড়া করে নিয়ে গিলাবাড়ি ঘাটে আসছি। সকালে প্রথম জোয়ারে কাট সহ কার্গোটি ডুবে গেছে । এলাকার লোকজনের সহযোগিতায় ৪০০ মন কাঠ উদ্ধার হয়েছে। কার্গো উদ্ধারের কাজ চলছে।
গিলাবাড়ি খেয়াঘাটের ইজারাদার মো. মিজানুর রহমান বাবু জানান, সকালে মাল ভর্তি একটি কার্গো ডুবে গেছে। আমাদের ঘাট থেকে ৩ টি ট্রলার ও ২ টি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ভেসে যাওয়ার কাঠ উদ্ধার করেছে। নদীতে জোয়ার থাকার কারণে এখনো কার্গো উদ্ধার হয়নি ।
খুলনা গেজেট/এএজে