পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শোকসভার আয়োজনে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা সাধারণ শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে মশার মিছিল কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রায় খুলনার সকল বিশ্ববিদ্যালয় ও স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় অন্যান্যেরে মধ্যে উপস্থিত ছিলেন জয় বৈদ্য, ইমন হাওলাদার, নাহিদ হাসান, ওয়াহিদ অনি ,শরিফ, দুর্জয় হালদার, শাহরিয়ার আলী, মেহেদী হাসান, অনিক হাসান, তীর্থ মন্ডল,তৌহিদ হাসান প্রমুখ।
মশাল মিছিল শেষে নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সভায় শিক্ষার্থীরা বলেন,৫২ এবং ৭১ এর চেতনাকে ধ্বংস করার জন্য ২৪ সৃষ্টি করা হয়নি,২৪ সৃষ্টি করা হয়েছে রাষ্ট্র থেকে সমস্ত বৈষম্যকে উৎপাটনের জন্য তাই কোন অবস্থাতেই ৫২ এবং ৭১ জলাঞ্জলি দিয়ে মোহাম্মদ আলী জিন্নার শোক সভা করা যাবে না। – খবর বিজ্ঞপ্তির।
খুলনা গেজেট/কেডি