পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফে খেলতে পাকিস্তানে যাবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যে দুই তারকার পাকিস্তান যাত্রার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুলতান সুলতানসের হয়ে খেলার অপেক্ষায় থাকা রিয়াদ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন আগামী রবিবার (৮ নভেম্বর)। সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে পাকিস্তানে যাবেন রিয়াদ। লাহোর কালান্দার্সে নাম লেখানো তামিম অবশ্য পাকিস্তানে যাবেন রিয়াদের ২ দিন পর। মঙ্গলবার (১০ নভেম্বর) তামিমের ফ্লাইটও সকাল ১০টায়, এমিরেটস এয়ারলাইন্সে।
লিগ পর্বে বাংলাদেশি কেউ না থাকলেও অসমাপ্ত প্লে-অফ পর্বের জন্য রিয়াদ ও তামিমকে বেছে নেয় পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা মুলতান সুলতানসের হয়ে খেলবেন রিয়াদ, তামিম খেলবেন তৃতীয় স্থান দখলকারী লাহোর কালান্দার্সে।
১৭ নভেম্বরের ফাইনালে খেলার জন্য রিয়াদরা দুটি সুযোগ পাবেন। কোয়ালিফায়ার ম্যাচে ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় করাচি কিংসের মুখোমুখি হবে তার দল মুলতান সুলতান্স। একই সময়ে তামিমের দল লাহোর কালান্দার্স লড়বে পেশোয়ার জালমির বিপক্ষে। লাহোর ও পেশোয়ারের ম্যাচে জয়ী দল ১৫ নভেম্বর লড়বে করাচিং কিংস ও মুলতান সুলতানস ম্যাচের বিজিত দলের বিপক্ষে। কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। ফাইনালসহ সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, চার ম্যাচের ভেন্যুই করাচি।
খুলনা গেজেট/এএমআর