বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার লাইসেন্স করা ২০৯টি অস্ত্র কোথায় ?

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হলেও ৩৬ ভাগ অস্ত্র এখনও জমা পড়েনি। খুলনা মেট্রাপলিটন পুলিশ ও জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৫৮৪টি অস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৫টি জমা পড়েছে। জমা পড়েনি ২০৯টি।

পুলিশ জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮টি থানায় ৪৪৫টি অস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ২০৮টি অস্ত্র থানায় জমা পড়েছে। এছাড়া জেলার ৯টি উপজেলায় ১৬৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ১৬৭টি অস্ত্রই থানায় জমা পড়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, দুটি অস্ত্রের মালিক এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তিনি অস্ত্র জমা দেওয়ার সময় চেয়ে আবেদন করছেন।

কেএমপির অতিরিক্ত কমিশনার মোছা. তাছলিমা খাতুন বলেন, জমা না দেওয়া অস্ত্রগুলো উদ্ধারে খুব শিগগিরই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন