Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আমার বাংলাদেশ

মো. তাইফুর রহমান

কী অপরূপ বাংলা আমার! মহান প্রভুর দান
বাংলা মায়ের রূপ দেখে ভাই মনে খুশির বান।
গাছে গাছে ডাকে পাখি ভালো লাগে বেশ
মাতৃভূমির রূপের কিন্তু নেই যে কোনো শেষ।

প্রজাপতি নাচে দারুণ মনে জাগে সুখ
মাঠে দেখে সোনার ফসল ভরে আমার বুক।
ঘাসের ডগায় শিশির হাসে পুলকিত মন
ভালো লাগে প্রিয় দেশের সবুজ-শ্যামল বন।

নদীর দৃশ্য দেখি যখন পাই যে সুখের স্বাদ
নীল আকাশের প্রেমে পড়ি দুঃখ-চিন্তা বাদ।
ষড়ঋতুর এ দেশ আমার চারদিকে সাজ
মাঠে মাঠে চলে কতো কৃষক ভাইয়ের কাজ ।

বাংলা আমার হৃদয় জুড়ে বাংলা আমার সুখ
সব ভুলে যাই দেখি যখন বাংলা মায়ের মুখ।
প্রভাত বেলা কানে ভাসে পাখির কলরব
বাংলা আমার মাতৃভূমি বাংলা আমার সব।

মেঠো পথে ঘুরে বেড়াই প্রাণ জুড়িয়ে যায়
রং-বেরঙের ফলগুলো যে গাছে শোভা পায়।
সবুজ ঘাসে ফড়িং নাচে শান্তি খুঁজে পাই
এমন দেশটি নিয়ে আমি গর্ব করি ভাই।

ফুল বাগানে ফুলের মেলা দেখতে চমৎকার
এই দেশেতে জীবন কাটুক চাইনা কিছু আর।
পূব আকাশে সূর্য হাসে সুখের পরিবেশ
সকল দেশের চেয়ে সেরা আমার বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন