বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সোমা (২২) নামে একজন ডেঙ্গু রোগী গত শুক্রবার ভর্তি হয়। শনিবার ভোরে সে মারা গেছে। এর আগে গত ১৪ আগস্ট একজন রোগীর মৃত্যু হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এই হাসপাতালে ৯০ জন রোগী এসেছে। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৫ জন, চিকিৎসা শেষে চলে গেছে ৭৩ জন এবং মারা গেছে ২ জন।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন