প্রথম সেশনের প্রথম ওভারের পর উদযাপনের সুযোগটা সেভাবে আসেনি বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পাকিস্তানের দুই ব্যাটার সাইম আইয়ুব আর শান মাসুদ দুজনেই বলতে গেলে পরীক্ষা নিয়েছিলেন টাইগার বোলারদের। তবে দ্বিতীয় সেশনে বদল হলো চিত্রের। পিন্ডি স্টেডিয়ামে কিছুটা হলেও ফিরে এসেছে বাংলাদেশের বোলিং ইউনিট।
দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দলীয় সংগ্রহ এক শ পার করেছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফিরেছে এরপরেই। তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ৫৭ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।
সাইম আইয়ুব খেলছিলেন প্রপার টেস্ট ক্রিকেট। তাকে বড় শট খেলতে একপ্রকার ফাঁদেই ফেলেছিলেন মিরাজ। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে চেয়েছিলেন। তবে বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটা ব্যাটে আসেনি। বল উইকেটরক্ষক লিটনের হাতে যেতেই নিখুঁত স্ট্যাম্পিং।
সৌদ শাকিল ফিরতে পারেন শূন্য রানেই। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ যায়। তবে তা মিস করেন মিরাজ। ২৮ বলে ১৬ রান করে এগোচ্ছিলেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার। তবে সেটাকে বাড়তে দেননি তাসকিন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্ট্যাম্পে। তাসকিনের দিনের দ্বিতীয় শিকার হলেন এই ব্যাটার।
দ্বিতীয় সেশনে ২১ ওভারে পাকিস্তান রান তুলেছে ৫৭। তবে উইকেট হারিয়েছে ৩টি। এই প্রতিবেদন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান।
খুলনা গেজেট/এএজে