বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় বিজিবি ব্যাটালিয়নের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ২১ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা পাইকগাছার কালীনগরের ১৩টি গ্রামে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছায় কালীনগর গ্রামে ভদ্রা নদীর বাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়। বেড়িবাঁধ বিপর্যয়ে পড়ে ওই এলাকার প্রায় ১৫ হাজার সাধারণ মানুষের দুর্ভোগ আর ভোগান্তি চরমে পৌছে। বাঁধ মেরামতের জন্য এলাকার শত শত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চরম এই বিপর্যয়ের সময় বিজিবির পক্ষ থেকে বাড়িঘর ভেসে যাওয়া বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোরশেদ আনোয়ারসহ আরো অনেকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন